কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারী

নিজের মাথাটাকে নিজেরই আর ভাল্লাগে না
আজেবাজে সব চিন্তা-ভাবনা নিয়ে পরে থাকে।
সবকিছুকে যদি একটু থামায় দেওয়া যেত!
ছেড়ে দিতে চাই, কিন্তু পারি না, অশান্তিতেই শান্তি খুঁজি।

পুরাতন স্বপ্ন

একটা সময় নির্ঝঞ্জাট ছিল জীবন
অনুভূতিগুলো ছিল সাদামাটা আর জটিলতাহীন।
এখন বদলে গেছে সব, অনুভূতির ধরণ-ধারণ
প্রাণের তারনা হারিয়ে কুটীলতা আর কৃত্রিমতায়।

মানুষ এককালে অন্যদের সাথে কথা বলত
সাধারণ বিষয় নিয়ে, কি খাচ্ছে, কি দাচ্ছে এসব।
সিনেমায় দেখা যেত নায়ক নায়িকাকে প্রশ্ন করছে
কি তার প্রিয় রঙ, কে তার প্রিয় কবি।

বসন্ত এলেই ভালবাসা

তুমি ভাবছ বসন্ত এলেই বুঝি ভালবাসি তোমায়
শুধু এই সময়ই নাকি প্রেমে পরি,
শীত, গ্রীষ্ম আর বর্ষার আপদে সবকিছু ভুলে
ভালবাসাকেই নাকি না বলি!

কেমন আছ?

কেমন আছ বল, বল প্রিয়তম
একবার কাছে এসে বল ভাল নেই।
আমাকে ছাড়া তুমি ঠিক নেই
ফিরে এসে বল ভাল নেই ভাল।

ভুল

ভুল করে করা এককাজের জন্য
                   অনুশোচনা করি বারবার
 যত ভাবি চিন্তা করি যতই
                   কুল-কিনারা নাই তার।

অভিনয় ও উপহার

অভিনয়
------------
অসহায়ত্বের অভিনয় করে মানুষের করুণা
লাভের মধ্যে কি আনন্দ খুঁজে পাও
নাকি এটাই তোমার পূর্ব-পরিকল্পনা
ছল-চাতুরী করে নিজের লাভি খুঁজে যাও।

বৃদ্ধের অতীত

আজকাল অবসর সময়ে চিন্তায় ডুব দেই
চিন্তার অতল সাগরে হারিয়ে যাই প্রায়ই।
অতীত নিয়ে ভাবি, কেমন ছিলাম আগে
আর এখন কেমন হয়ে গেছি, কেমন হতে হত।
সেরকম হয়নি বলে আফসোসও হয়,
নিজের উপর নিজেই নিস্পৃহ অনুভব করি।

আপন জন

নিজের করে বলার মত কেউ থাকেনা
যখন পাশে, শুণ্য হয়ে যায় চারিপাশ
তখনই ভর করে রাজ্যের একাকীত্ব।
আপজনের অভাব প্রাণের অভাবের মত।

ভালোবাসার মানে

শত পথ প্রান্তর পাড়ি দিয়ে
মনের বিরুদ্ধে যাত্রা করে
কোন একসময় হারিয়ে গিয়েছিলাম
ভালোবাসার মানে খুঁজতে।

আমার অযোগ্যতা

আমি একটা নর্দমার কীট, তোমার পা ধরলে নোংরা হয়ে যাবে,
ক্ষমা চাইতে গেলে তুমি তাই দূরে সরে যাও।
তোমার কাছে ক্ষমা পাব কি করে? মাফ চাইতে গিয়ে
পা ধরতে না পারলে, ক্ষমা যে পাওয়া হবে না।

আমার জায়গা তোমার পায়েরও অনেক নিচে
যেখান থেকে তোমার স্পর্শ পাওয়া দূরে থাক
আমার চিৎকারও তোমাকে ছুতে পারবে না।

আমার গায়ে নর্দমার গন্ধ, তুমি মাস্ক পরে আমার কাছে এসো
তোমার নাকের সংবেদন আমার গন্ধে ধ্বংস হয়ে যাবে।
পঁচে যাওয়া ময়লার কালোয় সব রঙ ঢেকে গেছে আমার
আমাকে দেখার জন্য কোন চশমাই আর যথেষ্ট নয়।

আবর্জনা, নোংরা সব পঁচে লেগে থাকে আমার সারা গায়ে
নর্দমার পানিতে গোসল করে আরও নোংরা হই আমি।
আমি নর্দমার কীট, তোমার অযোগ্য।


কবিতা লেখার ব্যর্থ চেষ্টা

জীবনে কখনও কবিতা টাইপ কিছু লেখার চেষ্টা করে নাই, এমন মানুষ খুব কমই আছে আমিও ব্যতিক্রম না মাঝে মাঝে অগোছালো চিন্তাগুলো গদ্যে প্রকাশ করা কঠিন হয়ে যায়, পদ্যই শ্রেয়। এই মনে করে, ২০১৪ সালের বসন্তের কোন একদিনে এইসব আজগুবি জিনিস লিখে ফেললাম। :p

১। প্লিজ তুমি একা থেকো না
--------------------------------------
এই একা মেয়ে তুমি প্রেম করো
যত তাড়াতাড়ি পারো।
জড়িয়ে পরে কোন সম্পর্কের ভিতরে
তলিয়ে যাও তার অতল গভীরে

ঠিক কত সময়ে দারুণ কিছু হয়?

দারুণ কিছু হতে ঠিক কত সময় লাগে
অভাবনীয় কিছু, স্মরণীয় কিছু
জাদুময় কিছু, মোহময় কিছু
অসাধরণ কিছু হতে ঠিক কত সময় লাগে

কয়েকটি অনুকাব্য

১।
মনের মধ্যে ঢেউ উঠেছে
মন হয়েছে সাগর।
চোখ দিয়ে তার নোনতা জল
গড়িয়ে পড়ে চিবুক বেয়ে
মনে যে তোর কবর।

২।
তোমার জন্মদিনে
ভেবেছিলাম তোমায় একটা আংটি দিব কিনে।
পকেট চেক করি, মানিব্যাগ খুলে
আংটির কথা ভেবেছিলাম ভুলে।
বের করি কলম আর খাতা
এবারো তোমার ভাগ্যে আমার কবিতা।