জীবনে কখনও কবিতা টাইপ কিছু লেখার চেষ্টা করে নাই, এমন মানুষ খুব কমই আছে। আমিও ব্যতিক্রম না। মাঝে মাঝে অগোছালো চিন্তাগুলো গদ্যে প্রকাশ করা কঠিন হয়ে যায়, পদ্যই শ্রেয়। এই মনে করে, ২০১৪ সালের বসন্তের কোন একদিনে এইসব আজগুবি জিনিস লিখে ফেললাম। :p
১। প্লিজ তুমি একা থেকো না
--------------------------------------
এই একা
মেয়ে তুমি প্রেম করো
যত
তাড়াতাড়ি পারো।
জড়িয়ে পরে
কোন সম্পর্কের ভিতরে
আমার
শ্রবণ, দৃষ্টি ও ঘ্রাণ সীমার বাইরে।
তোমার একা
থাকা আমার সহ্য হয় না
প্লিজ তুমি
আর একা থেকো না।
একা তোমাকে
পাবার অস্থিরতায় আচ্ছন্ন হয়ে
তিলে তিলে
ধ্বংস হয়ে যাব।
তোমার দোকা
হওয়াটাই তাই কাম্য।
দোকা তুমি
তো আর তুমি নও
পরিবর্তন
এসে যাবে তোমার ভেতরে
যার সাথে
থাকবে তার মত করে
সেই তোমাকে
আর দরকার নাই আমার।
তাই তুমি
আর একা থেকো না
২। বসন্তে শীতের আঘাত
----------------------------------------------
----------------------------------------------
কনকনে শীত
নাই তো আজ
তাও মুখ
থুবড়ে পড়ে আছি, কাপছি প্রচণ্ড
বিশ্বাসই
হয় না, আজ বসন্ত।
সবাই বলে
ফুল ফুটুক আর না ফুটুক
এসেছে
বসন্ত প্রকৃতির বাগানে
পাখির না
হোক অন্তত মানুষের কলতানে
ফুল না
ফুটুক, ফুলের রঙ তাদের পরনে।
আমার মনে
লাগেনি বসন্তের রঙ
কোকিলের
কুহু ডাকের বদলে উহু উহু
আওয়াজ
প্রতিধ্বনিত হয় চারিদিকে।
বাহারি
রঙের বদলে সাদাকালোই
আমাকে
আচ্ছন্ন করে রাখে।
বসন্তে
শুধু নতুনের সমারোহ
নতুন পাতা,
নতুন গাছ, নতুন জীবন।
আমিই শুধু
আকড়ে ধরি যা কিছু পুরাতন।
ফাগুণ এসেও
তাই বসন্ত আসে নি
নতুন
কিছুরই সূচনা হয় নি
পুরোনো
স্বপ্নে জর্জরিত হয়ে কাপছি আমি
শীত এখনো
আমাকে ছাড়ে নি।
৩। স্বাধীনতা দিবস
----------------------------------------
বেশ্যা
পাড়ায় সারারাত আজ আলোর ঊৎসব
আজ
স্বাধীনতা দিবস।
স্বাধীন
সত্তাগুলো তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ
করবে
অন্যের স্বাধীনতা হরণ করে।
অর্থের
বিনিময়ে কিনে নিবে অন্যের স্বাধীনতা
স্বাধীনতা
বললে কম বলা হবে হয়ত
তারা তো
টাকা দিয়ে অন্যের সত্তাই কিনে নেয়।