আমি একটা নর্দমার কীট, তোমার পা ধরলে নোংরা হয়ে যাবে,
ক্ষমা চাইতে গেলে তুমি তাই দূরে সরে যাও।
তোমার কাছে ক্ষমা পাব কি করে? মাফ চাইতে গিয়ে
পা ধরতে না পারলে, ক্ষমা যে পাওয়া হবে না।
আমার জায়গা তোমার পায়েরও অনেক নিচে
যেখান থেকে তোমার স্পর্শ পাওয়া দূরে থাক
আমার চিৎকারও তোমাকে ছুতে পারবে না।
আমার গায়ে নর্দমার গন্ধ, তুমি মাস্ক পরে আমার কাছে এসো
তোমার নাকের সংবেদন আমার গন্ধে ধ্বংস হয়ে যাবে।
পঁচে যাওয়া ময়লার কালোয় সব রঙ ঢেকে গেছে আমার
আমাকে দেখার জন্য কোন চশমাই আর যথেষ্ট নয়।
আবর্জনা, নোংরা সব পঁচে লেগে থাকে আমার সারা গায়ে
নর্দমার পানিতে গোসল করে আরও নোংরা হই আমি।
আমি নর্দমার কীট, তোমার অযোগ্য।
ক্ষমা চাইতে গেলে তুমি তাই দূরে সরে যাও।
তোমার কাছে ক্ষমা পাব কি করে? মাফ চাইতে গিয়ে
পা ধরতে না পারলে, ক্ষমা যে পাওয়া হবে না।
আমার জায়গা তোমার পায়েরও অনেক নিচে
যেখান থেকে তোমার স্পর্শ পাওয়া দূরে থাক
আমার চিৎকারও তোমাকে ছুতে পারবে না।
আমার গায়ে নর্দমার গন্ধ, তুমি মাস্ক পরে আমার কাছে এসো
তোমার নাকের সংবেদন আমার গন্ধে ধ্বংস হয়ে যাবে।
পঁচে যাওয়া ময়লার কালোয় সব রঙ ঢেকে গেছে আমার
আমাকে দেখার জন্য কোন চশমাই আর যথেষ্ট নয়।
আবর্জনা, নোংরা সব পঁচে লেগে থাকে আমার সারা গায়ে
নর্দমার পানিতে গোসল করে আরও নোংরা হই আমি।
আমি নর্দমার কীট, তোমার অযোগ্য।