টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অন্য চাকরির পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নেয়া উচিৎ

বিসিএস নিয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমকে দেয়া সাক্ষাৎকার (২য় অংশ)
ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজ: ভাইভা বোর্ডের অভিজ্ঞতা জানতে চাই?
মঞ্জিলুর রহমান: ভাইভা বোর্ডে আমাকে মূলত তিন ধরণের প্রশ্ন করা হয়েছিল। নিজের সমন্ধে, চাকরি সমন্ধে এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সমন্ধে। নিজের সমন্ধে প্রশ্নে আমি কে, দেশের বাড়ি কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কোন বিষয়ে পড়েছি এবং কেন বিসিএসের চাকুরী করতে চাই তা জিজ্ঞাসা করা হয়েছে। চাকরি সমন্ধে প্রশ্নে বাংলাদেশের সিভিল সার্ভিসের সাথে আমি বিদেশে যে দেশে থাকি সেই দেশের সিভিল সার্ভিসের তুলনা করতে বলা হয়েছে। এর সাথে সাথে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যা আমি স্মরণ করতে পারছি না। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নে দেশের দুই একটি প্রশ্ন করে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কথা বলতে বলা হয়েছে।

বিসিএস পরীক্ষায় নার্ভাসনেস নয়, চাই পজিটিভ মাইন্ডসেট


বিসিএস নিয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমকে দেয়া সাক্ষাৎকার (১ম অংশ)
ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩৫তম বিসিএসে নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারে। অর্জন করেছেন মেধাতালিকায় দ্বিতীয় স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে অধ্যয়ন শেষে বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে। ৩৫ তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর তাঁর সাফল্যের গল্প শুনিয়েছেন বাংলানিউজ ক্যারিয়ার বিভাগকে। সাক্ষাতকার নিয়েছেন রায়হান আহমদ আশরাফী।

বিসিএস অভিজ্ঞতাঃ প্রিলি পরীক্ষা

এর আগে দু'বার ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করেছি। এবার প্রিলির অভিজ্ঞতা শেয়ার করব। উল্লেখ্য একটাই বিসিএস পরীক্ষা দিয়েছি। তাই বিসিএস বিষয়ে আমার অভিজ্ঞতা অর্বাচীন লেভেলের।

প্রিলির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে। তা হল ৩৫তম এর প্রলিমিনারী পরীক্ষা অনেক আগে হওয়ায় সেই সময়ের ঘটনা তেমন একটা মনে নেই।

ক্যারিয়ার বিষয়ে কিছু কথাঃ প্লানিং ও দীর্ঘপ্রস্তুতি

একটা কথা আছে, Overnight success usually takes a decade of uphill work। অর্থাৎ, "রাতারাতি সাফল্যের জন্য দরকার যুগের পর যুগের অক্লান্ত পরিশ্রম"। কথাটা এইজন্য বললাম যে, অনেক সময় দেখা যায়, কেউ দিনের পর দিন ধরে একটা কাজের প্রস্তুতি নিচ্ছে তাতেও কাজ হচ্ছে না আর কেউ শুধু কয়েকদিনের প্রস্তুতিতেই অনেক কিছু করে ফেলছে। এমন কিছু দেখলে আমরা সাধারণভাবেই ধারণা করি ঐ ব্যক্তি নিশ্চয় সাফল্যের কোন শর্টকাট মেথড পেয়ে গেছে।

বিসিএস অভিজ্ঞতাঃ লিখিত পরীক্ষা

৩৫ তম বিসিএসের রেজাল্ট হওয়ার পর অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করছে ভাই আপনি কিভাবে এডমিন ক্যাডারে দ্বিতীয় হলেন। কোন কোন বই পড়েছেন। কতক্ষণ পড়াশুনা করতেন দৈনিক। একটা কমন প্রশ্ন ছিল, বিসিএস পরীক্ষার আগে আপনি প্রতিদিন কত ঘন্টা পড়াশুনা করতেন। আমি যখন বলি, আমি বিসিএস পরীক্ষার সিলেবাসটাও ঠিকমত জানতাম না, নিয়মিত পড়া তো দূরের কথা, পরীক্ষার আগের রাত বাদে বিসিএসের কোন গাইডও দেখিনি। তখন আমার কথা কেউই বিশ্বাস করতে চায়না।

পরীক্ষা প্রস্তুতি

একথা সত্য যে নলেজ ইজ পাওয়ার। তবে অন্য সব ক্ষমতার মত নলেজ বা জ্ঞানের ক্ষমতাও নির্ভর করে সেটাকে কিভাবে ব্যবহার করা হবে তার উপর। পরীক্ষার হল এর একটা বড় উদাহরণ। এজন্য কারও অনেক কিছু জানা থাকার পরও সে পাশ করেনা আর অনেক অল্প জেনেই ভাল ফলাফল করে। জানা বিষয়কে পরীক্ষার স্বল্প সময়ে উপস্থাপন করাটাই এখানে মূখ্য। যে সেটা করতে পারবে সে ভাল করবে। যে করতে পারবে না সে খারাপ করবে। সারা জীবনের পড়াশুনার ফলাফল নির্ভর করে ঐ তিন ঘন্টার পরীক্ষাগুলোর উপর।

বিসিএস গ্রুপে লিখিত পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে লেখা পোস্ট

গত বিসিএস মানে ৩৫তম এর প্রিলি আর লিখিত পরীক্ষার সময় এই গ্রুপে নিয়মিত আসতাম। ভালই লাগত। সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করত। পরীক্ষা দিয়ে তাদের আক্ষেপ, খুশি, হতাশা এখানে ভাগাভাগি করত। আমিও তার অংশ ছিলাম। কিন্তু কখনই এখানে পোস্ট করা হয়নি।

আজকে ইফতির পোস্ট দেখে একটু নস্টালজিক হয়ে গিয়ে এই পোস্টটি করছি।

বিসিএস একবারই দেয়া হয়েছে। এবার রেজিস্ট্রেশন করে আসলেও আর দেওয়া হচ্ছে না। পরীক্ষা দিয়ে ভালই লেগেছিল। প্রিলিতে অন্ধকারে ঢিল মেরে চান্স পেয়ে গেলাম। তারপর লিখিত পরীক্ষাগুলোও দিয়েছিলাম। বাসায় পাশেই পরীক্ষায় সিট পড়ায় তেমন কষ্টো করতে হয়নি। আমি থাকতাম মোহাম্মদপুরে লিখিত পরীক্ষা ছিল আগারগাঁওয়ে, প্রিলি ধানমন্ডিতে।

ছাড়পোকা থেকে রক্ষা পেতে (বিশেষ করে হলবাসীদের জন্য)

ছাড়পোকা নিয়ে অনেকের বেশ কিছু মজ়ার অভিজ্ঞতা চোখে পড়ে অনেক ব্লগে। এটা মানুষের জ়ীবনের সাথে কত ঘনিষ্টভাবে জড়িত সেটা বোঝা যায় এই ইংরেজী বচন শুনলে, "good night, sleep tight and don't let the bed bug bite"।

এটি মানুষের অন্যতম বহিঃপরজীবী। বিছানা, তোশক ইত্যাদি যেখানে রাতে ঘুমান হয় সে সব জায়গায় মুলত এরা বসবাস করে এবং ডিম পাড়ে। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে।

গুগল করলে দেখা যায় এটা মানুষের জীবন-যাত্রায় অন্যতম সমস্যা। এই সমস্যা থেকে পুরোপুরি রক্ষা পাওয়াও কঠিন।