আজকাল অবসর সময়ে চিন্তায় ডুব দেই
চিন্তার অতল সাগরে হারিয়ে যাই প্রায়ই।
অতীত নিয়ে ভাবি, কেমন ছিলাম আগে
আর এখন কেমন হয়ে গেছি, কেমন হতে হত।
সেরকম হয়নি বলে আফসোসও হয়,
নিজের উপর নিজেই নিস্পৃহ অনুভব করি।
বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়
অতীত নিয়ে তো বুড়োরাই ভাবে।
তারুণ্যের হৃদয়ে বাস করে বর্তমান।
আজকের ভাবনায় সে অস্থির,
কত নিত্য নতুন পরিকল্পনা তার।
আমিও তো একসময় এমন ছিলাম।
এইযে আবারো অতীতকে মনে করে
আফসোস করতে শুরু করে দিয়েছি
এখন প্রায়ই এমন হয় সময়ে অসময়ে
ডুবে যাই হারিয়ে যাই ভাবনার সাগরে।
যত চেষ্টাই করি ভেসে উঠতে পারিনা
বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়।
ইদানীং দৃষ্টির সামনের ঘটনার চেয়ে
পুরনো দিনের কথা মনকে বেশি আলোড়িত করে।
সমসাময়িক ব্যক্তিকে অতীতের ব্যক্তিরা
বারবার ঘুরে ফিরে আসে স্মৃতির পাতায়।
যৌবনের ডাকে সাড়া দেওয়ার শক্তি
নিঃশেষ তাই বৃদ্ধই মনে হয় নিজেকে।
চিন্তার অতল সাগরে হারিয়ে যাই প্রায়ই।
অতীত নিয়ে ভাবি, কেমন ছিলাম আগে
আর এখন কেমন হয়ে গেছি, কেমন হতে হত।
সেরকম হয়নি বলে আফসোসও হয়,
নিজের উপর নিজেই নিস্পৃহ অনুভব করি।
বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়
অতীত নিয়ে তো বুড়োরাই ভাবে।
তারুণ্যের হৃদয়ে বাস করে বর্তমান।
আজকের ভাবনায় সে অস্থির,
কত নিত্য নতুন পরিকল্পনা তার।
আমিও তো একসময় এমন ছিলাম।
এইযে আবারো অতীতকে মনে করে
আফসোস করতে শুরু করে দিয়েছি
এখন প্রায়ই এমন হয় সময়ে অসময়ে
ডুবে যাই হারিয়ে যাই ভাবনার সাগরে।
যত চেষ্টাই করি ভেসে উঠতে পারিনা
বুড়ো হয়ে যাচ্ছি বোধ হয়।
ইদানীং দৃষ্টির সামনের ঘটনার চেয়ে
পুরনো দিনের কথা মনকে বেশি আলোড়িত করে।
সমসাময়িক ব্যক্তিকে অতীতের ব্যক্তিরা
বারবার ঘুরে ফিরে আসে স্মৃতির পাতায়।
যৌবনের ডাকে সাড়া দেওয়ার শক্তি
নিঃশেষ তাই বৃদ্ধই মনে হয় নিজেকে।