দারুণ কিছু হতে ঠিক কত সময় লাগে
অভাবনীয় কিছু, স্মরণীয় কিছু
জাদুময় কিছু, মোহময় কিছু
অসাধরণ কিছু হতে ঠিক কত সময় লাগে
চলে যেতে গিয়েও যখন ফিরে দাঁড়ালে
অবাক হয়েছিলাম কিন্তু এতোটা ভাবিনি
লাল কোটের তোমাকে দেখেই যাচ্ছিলাম
তোমার কোন কথা কানেই যায়নি
তুমি হয়েগিলে একটা স্থির প্রতিচ্ছবি
অথবা ধীরগতিতে চলা কোন চলচ্চিত্র
মাতাল আমি ঘোরে ছিলাম বলে না হয়
চেতনা ছিলনা আমার তুমিও কি তাই ছিলে?
দু'চারটি কথা শেষ করে চলে যাচ্ছিলে
হাঠাৎ ঘুরে বসার আসন হিসেবে
বেছে নিলে আমাকেই আলিঙ্গনের উষ্ণতায়
শীতের সন্ধ্যা হয়ে গেল বসন্তের বিকেল
কখন যে বসন্ত পেরিয়ে কালবৈশাখী
ঝড় শুরু হয়ে গেছে আমারদের পৃথিবীতে
চুম্বনে চুম্বনে আমরা দুজনে ততক্ষণে সব
হারিকেন-সাইক্লোনকেও হার মানিয়ে দিয়েছি।
অভাবনীয় কিছু, স্মরণীয় কিছু
জাদুময় কিছু, মোহময় কিছু
অসাধরণ কিছু হতে ঠিক কত সময় লাগে
চলে যেতে গিয়েও যখন ফিরে দাঁড়ালে
অবাক হয়েছিলাম কিন্তু এতোটা ভাবিনি
লাল কোটের তোমাকে দেখেই যাচ্ছিলাম
তোমার কোন কথা কানেই যায়নি
তুমি হয়েগিলে একটা স্থির প্রতিচ্ছবি
অথবা ধীরগতিতে চলা কোন চলচ্চিত্র
মাতাল আমি ঘোরে ছিলাম বলে না হয়
চেতনা ছিলনা আমার তুমিও কি তাই ছিলে?
দু'চারটি কথা শেষ করে চলে যাচ্ছিলে
হাঠাৎ ঘুরে বসার আসন হিসেবে
বেছে নিলে আমাকেই আলিঙ্গনের উষ্ণতায়
শীতের সন্ধ্যা হয়ে গেল বসন্তের বিকেল
কখন যে বসন্ত পেরিয়ে কালবৈশাখী
ঝড় শুরু হয়ে গেছে আমারদের পৃথিবীতে
চুম্বনে চুম্বনে আমরা দুজনে ততক্ষণে সব
হারিকেন-সাইক্লোনকেও হার মানিয়ে দিয়েছি।