গন্তব্য বাল্টিমোর

জানুয়ারি মাসটা ব্যস্ততার মধ্যে কখন কেটে গেল টেরই পেলাম না। আমস্টারডাম-ব্রাসেলস ট্যুরের পর তাই অক্সফোর্ড এর বাইরে কোথাও যাওয়া হয়নি।

আজকে প্রথম অক্সফোর্ডের বাইরে বের হলাম। বাসে উঠলাম একমাস পর। যাচ্ছি হিথ্রো এয়ারপোর্টের দিকে।


যুক্তরাষ্ট্রে যাচ্ছি একটা সম্মেলনে কথা বলতে। বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

এটা মূলত একটা অডিটোরি নিউরোসায়েন্স সম্মেলন। শ্রবণের সাথে জড়িত যেকোন বিষয় আলোচিত হয় এখানে। প্রতি বছর যুক্তরাষ্ট্রের কোন একটি শহরে অনুষ্ঠিত হয়। এ বছর বেছে নেওয়া হয়েছে বাল্টিমোর শহরকে।

আমি কনফারেন্স এর দুদিন আগেই রওয়ানা দিচ্ছি। একটু পরেই নিউ ইয়র্কের প্লেনে উঠব।

নিউ ইয়র্কে এক বন্ধুর সাথে দুদিন সময় কাটিয়ে তারপর যাব বাল্টিমোর। সম্মেলনের প্রথম দিনই আমার কথা বলার স্লট। তাই সেটার প্রস্তুতি নিতেই বেশিরভাগ সময় কেটে যাবে।

সম্মেলনে যাওয়ার খরচ মেটাতে আয়োজকরা আমাকে একটা আর্থিক পুরস্কার দিয়েছে ট্রাভেল গ্রান্ট হিসেবে। যারা এই পুরস্কার পেয়েছে তাদের জন্য একটা স্পেশাল লাঞচের আয়োজন করেছে। সেটায় যাচ্ছি আমার সুপারভাইজারকে নিয়ে।

মাত্রই এয়ারপোর্টে পৌছালাম। প্লেন দু ঘন্টা পর। নিউইয়র্ক এ পৌঁছাব বিকেল বেলা। দেখা যাক আমার জন্য কি অপেক্ষা করছে সেখানে।

- হিথ্রো এয়ারপোর্ট, লন্ডন

লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+