১।
মনের মধ্যে ঢেউ উঠেছে
মন হয়েছে সাগর।
চোখ দিয়ে তার নোনতা জল
গড়িয়ে পড়ে চিবুক বেয়ে
মনে যে তোর কবর।
২।
তোমার জন্মদিনে
ভেবেছিলাম তোমায় একটা আংটি দিব কিনে।
পকেট চেক করি, মানিব্যাগ খুলে
আংটির কথা ভেবেছিলাম ভুলে।
বের করি কলম আর খাতা
এবারো তোমার ভাগ্যে আমার কবিতা।
৩।
তোমার অপেক্ষায়
কাঠফাটা রৌদ্রে
আষাঢ় শ্রাবণ নয়
একেবারে ভাদ্রে
প্রাণটা বুঝি যায় চলে।
তুমি এলেই বর্ষা
শুরু হয় মনে
অভিমানের পাহাড় থেকে
বরফ পড়ে গলে।
৪।
তোমাদের ছাদে, পূর্ণিমার রাতে
যা হয়েছিল, ভোলার না।
তুমি না চাইলে ওই কথা
কাউকে কখনও বলব না।
মনের মধ্যে ঢেউ উঠেছে
মন হয়েছে সাগর।
চোখ দিয়ে তার নোনতা জল
গড়িয়ে পড়ে চিবুক বেয়ে
মনে যে তোর কবর।
২।
তোমার জন্মদিনে
ভেবেছিলাম তোমায় একটা আংটি দিব কিনে।
পকেট চেক করি, মানিব্যাগ খুলে
আংটির কথা ভেবেছিলাম ভুলে।
বের করি কলম আর খাতা
এবারো তোমার ভাগ্যে আমার কবিতা।
৩।
তোমার অপেক্ষায়
কাঠফাটা রৌদ্রে
আষাঢ় শ্রাবণ নয়
একেবারে ভাদ্রে
প্রাণটা বুঝি যায় চলে।
তুমি এলেই বর্ষা
শুরু হয় মনে
অভিমানের পাহাড় থেকে
বরফ পড়ে গলে।
৪।
তোমাদের ছাদে, পূর্ণিমার রাতে
যা হয়েছিল, ভোলার না।
তুমি না চাইলে ওই কথা
কাউকে কখনও বলব না।