অভিনয় ও উপহার

অভিনয়
------------
অসহায়ত্বের অভিনয় করে মানুষের করুণা
লাভের মধ্যে কি আনন্দ খুঁজে পাও
নাকি এটাই তোমার পূর্ব-পরিকল্পনা
ছল-চাতুরী করে নিজের লাভি খুঁজে যাও।

বলছি কারণ অবস্থা একটু ভাল হলেই
দম্ভ আর অহংকারে পায়ের মাটিকেও কাঁপাও।
অন্যকে হীনমন্য করে নিজের অহমিকায়
ডুবে থেকে সারা জীবন কাটিয়ে দাও।

উপহার
------------
উপহার হ্যাঁ খুব ছোট্ট একটা উপহার
রাতে চলার জন্য ছোট্ট একটা প্রদীপ
কয়েক মুহূর্তের আলোয় যা স্থান কাল
স্বর্গ-মর্ত সব আলোকিত করতে পারে

বিষম কালো আঁধারেও উজ্জ্বল আলোর মত
তোমার একটি চুম্বন সেই ছোট্ট উপহার
কয়েক মুহূর্তের জন্য হৃদয়কে আলোকিত করে
চিরস্থায়ী পাথেয় রূপে স্থায়ী প্রদীপ।

লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+