অভিনয়
------------
অসহায়ত্বের অভিনয় করে মানুষের করুণা
লাভের মধ্যে কি আনন্দ খুঁজে পাও
নাকি এটাই তোমার পূর্ব-পরিকল্পনা
ছল-চাতুরী করে নিজের লাভি খুঁজে যাও।
বলছি কারণ অবস্থা একটু ভাল হলেই
দম্ভ আর অহংকারে পায়ের মাটিকেও কাঁপাও।
অন্যকে হীনমন্য করে নিজের অহমিকায়
ডুবে থেকে সারা জীবন কাটিয়ে দাও।
উপহার
------------
উপহার হ্যাঁ খুব ছোট্ট একটা উপহার
রাতে চলার জন্য ছোট্ট একটা প্রদীপ
কয়েক মুহূর্তের আলোয় যা স্থান কাল
স্বর্গ-মর্ত সব আলোকিত করতে পারে
বিষম কালো আঁধারেও উজ্জ্বল আলোর মত
তোমার একটি চুম্বন সেই ছোট্ট উপহার
কয়েক মুহূর্তের জন্য হৃদয়কে আলোকিত করে
চিরস্থায়ী পাথেয় রূপে স্থায়ী প্রদীপ।
------------
অসহায়ত্বের অভিনয় করে মানুষের করুণা
লাভের মধ্যে কি আনন্দ খুঁজে পাও
নাকি এটাই তোমার পূর্ব-পরিকল্পনা
ছল-চাতুরী করে নিজের লাভি খুঁজে যাও।
বলছি কারণ অবস্থা একটু ভাল হলেই
দম্ভ আর অহংকারে পায়ের মাটিকেও কাঁপাও।
অন্যকে হীনমন্য করে নিজের অহমিকায়
ডুবে থেকে সারা জীবন কাটিয়ে দাও।
উপহার
------------
উপহার হ্যাঁ খুব ছোট্ট একটা উপহার
রাতে চলার জন্য ছোট্ট একটা প্রদীপ
কয়েক মুহূর্তের আলোয় যা স্থান কাল
স্বর্গ-মর্ত সব আলোকিত করতে পারে
বিষম কালো আঁধারেও উজ্জ্বল আলোর মত
তোমার একটি চুম্বন সেই ছোট্ট উপহার
কয়েক মুহূর্তের জন্য হৃদয়কে আলোকিত করে
চিরস্থায়ী পাথেয় রূপে স্থায়ী প্রদীপ।