কেমন আছ?

কেমন আছ বল, বল প্রিয়তম
একবার কাছে এসে বল ভাল নেই।
আমাকে ছাড়া তুমি ঠিক নেই
ফিরে এসে বল ভাল নেই ভাল।


তুমি বললে, ভালই আছ
মজার জীবন যাচ্ছে তোমার,
উড়ি উড়ি করে ভাবনার আকাশে
উড়ছে তোমার রঙ্গিন ঘুড়ি।

থাক ভাল তুমি আর কাজ নেই
কথায় আমার, নির্বাক তুমি। 




লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+