নিউ ইয়র্ক

নিউ ইয়র্ক ঘোরাঘুরি শেষ করে বাল্টিমোরে যাচ্ছি।

আজকের আবহাওয়া বেশ রৌদ্রজ্জল আর ঝলমলে। গত দুইদিন এমন মেঘলা আবহাওয়া ছিল যে আকাশচুম্বী বিল্ডিংগুলোর মাথা দেখা যাচ্ছিল না।

নিউ ইয়র্কে ছিলাম এক বন্ধুর বাসায়। ও কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পোস্টডক। ইউনিভার্সিটির হাউজিং এর একটা ফ্ল্যাটে থাকে। ঘোরাঘুরি যা করেছি সব ম্যানহাটন এলাকায়।


গন্তব্য বাল্টিমোর

জানুয়ারি মাসটা ব্যস্ততার মধ্যে কখন কেটে গেল টেরই পেলাম না। আমস্টারডাম-ব্রাসেলস ট্যুরের পর তাই অক্সফোর্ড এর বাইরে কোথাও যাওয়া হয়নি।

আজকে প্রথম অক্সফোর্ডের বাইরে বের হলাম। বাসে উঠলাম একমাস পর। যাচ্ছি হিথ্রো এয়ারপোর্টের দিকে।