বৃদ্ধের অতীত

আজকাল অবসর সময়ে চিন্তায় ডুব দেই
চিন্তার অতল সাগরে হারিয়ে যাই প্রায়ই।
অতীত নিয়ে ভাবি, কেমন ছিলাম আগে
আর এখন কেমন হয়ে গেছি, কেমন হতে হত।
সেরকম হয়নি বলে আফসোসও হয়,
নিজের উপর নিজেই নিস্পৃহ অনুভব করি।

আপন জন

নিজের করে বলার মত কেউ থাকেনা
যখন পাশে, শুণ্য হয়ে যায় চারিপাশ
তখনই ভর করে রাজ্যের একাকীত্ব।
আপজনের অভাব প্রাণের অভাবের মত।

ভালোবাসার মানে

শত পথ প্রান্তর পাড়ি দিয়ে
মনের বিরুদ্ধে যাত্রা করে
কোন একসময় হারিয়ে গিয়েছিলাম
ভালোবাসার মানে খুঁজতে।