ভুল করে করা এককাজের জন্য
অনুশোচনা করি বারবার
যত ভাবি চিন্তা করি যতই
কুল-কিনারা নাই তার।
একবার হয়ে গেলে ভুল
শোধরানো যায় না আর
শুধু ক্ষমা করে দিও
এ প্রার্থনা করি আবার
সুযোগ থাকলে জাদুর রথে চরে
অতীতে গিয়ে দ্রুতগতি সহকারে,
সযতনে খুঁজি সেই ভুলের কাল
মুছতে ভুলে জড়ানো সময়ের জাল।
পাদটীকাঃ
যত কথা আছে ঝেড়ে দাও কবিতার খাতায়
মনের ভিতর বন্দী করে রেখো না
আয়নার সামনে গিয়ে নিজের মুখচ্ছবিত দিকে তাইয়ে
থেকে অযথা কথা বলার চেয়ে লেখাই তো ভাল।
অনুশোচনা করি বারবার
যত ভাবি চিন্তা করি যতই
কুল-কিনারা নাই তার।
একবার হয়ে গেলে ভুল
শোধরানো যায় না আর
শুধু ক্ষমা করে দিও
এ প্রার্থনা করি আবার
সুযোগ থাকলে জাদুর রথে চরে
অতীতে গিয়ে দ্রুতগতি সহকারে,
সযতনে খুঁজি সেই ভুলের কাল
মুছতে ভুলে জড়ানো সময়ের জাল।
পাদটীকাঃ
যত কথা আছে ঝেড়ে দাও কবিতার খাতায়
মনের ভিতর বন্দী করে রেখো না
আয়নার সামনে গিয়ে নিজের মুখচ্ছবিত দিকে তাইয়ে
থেকে অযথা কথা বলার চেয়ে লেখাই তো ভাল।