গতমাসে জার্মানির বার্লিন শহরে গিয়ে একটা বিষয়ে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম।
শহরের কোন বাস, ট্রেন বা ট্রামে টিকেট চেক করা হয়না। কিন্তু মেশিন থেকে নিজ দায়িত্বে টিকেট কিনে সবাই যানবাহনে ওঠে।
কোন সিকিউরিটি গার্ড নেই। কিন্তু সবাই সুশৃঙ্খল।
এ থেকে আমি একটা বিষয় বুঝে গিয়েছিলাম। আমরা নিজেরা যদি নিজেদের দায়িত্ব নেই তাহলে আইন শৃঙ্খলার জন্য কোন পুলিশ লাগে না।
অক্সফোর্ডে ডিনার করার সময় আমরা শৃঙ্খলা রক্ষার জন্য একটা সিস্টেম ব্যবহার করি। এটাকে বলে 'মিউচ্যুয়াল বাডি সিস্টেম'। ডিনারের সময় কেউ যদি বেসামাল বা বিশৃঙ্খল হয়ে পরে তাহলে তার পাশের বাডি বা বন্ধু তাকে সামলিয়ে নিবে। এভাবে সবাই সবাইকে সামলিয়ে রাখে বলে শৃঙ্খলা রক্ষা হয়।
সমাজেও এভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। নিজেরাই দায়িত্ববান হব। আর কেউ ভুল করলে পাশের জন ধরিয়ে দিবে।
ছাত্র-ছাত্রীরা সেটাই দেখিয়ে দিচ্ছে।
- কিবল কলেজ, অক্সফোর্ড
শহরের কোন বাস, ট্রেন বা ট্রামে টিকেট চেক করা হয়না। কিন্তু মেশিন থেকে নিজ দায়িত্বে টিকেট কিনে সবাই যানবাহনে ওঠে।
কোন সিকিউরিটি গার্ড নেই। কিন্তু সবাই সুশৃঙ্খল।
এ থেকে আমি একটা বিষয় বুঝে গিয়েছিলাম। আমরা নিজেরা যদি নিজেদের দায়িত্ব নেই তাহলে আইন শৃঙ্খলার জন্য কোন পুলিশ লাগে না।
অক্সফোর্ডে ডিনার করার সময় আমরা শৃঙ্খলা রক্ষার জন্য একটা সিস্টেম ব্যবহার করি। এটাকে বলে 'মিউচ্যুয়াল বাডি সিস্টেম'। ডিনারের সময় কেউ যদি বেসামাল বা বিশৃঙ্খল হয়ে পরে তাহলে তার পাশের বাডি বা বন্ধু তাকে সামলিয়ে নিবে। এভাবে সবাই সবাইকে সামলিয়ে রাখে বলে শৃঙ্খলা রক্ষা হয়।
সমাজেও এভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। নিজেরাই দায়িত্ববান হব। আর কেউ ভুল করলে পাশের জন ধরিয়ে দিবে।
ছাত্র-ছাত্রীরা সেটাই দেখিয়ে দিচ্ছে।
- কিবল কলেজ, অক্সফোর্ড