শত পথ প্রান্তর পাড়ি দিয়ে
মনের বিরুদ্ধে যাত্রা করে
কোন একসময় হারিয়ে গিয়েছিলাম
ভালোবাসার মানে খুঁজতে।
আত্মাশূন্য হৃদয়ে কোন ভাবান্তর
হয়নি দেখেছি যত হাসি কান্না
মায়া মমতা, বিশ্ব শান্তির বার্তা
এমনকি দেশের জন্য যুদ্ধে যাওয়া দেশপ্রেমেও।
যত গল্প নাটক কবিতাই পড়েছি
ভাবালুলতা লেগেছে শুধু সব শব্দে বাক্যে
খব আবেগময়ী অপেরার নায়কের জন্য
নায়িকার আত্মাহুতিতেও কোন ভাবান্তর হয়নি।
শুধু তোমার কাছ থেকে পাওয়া একটা মসেজই
বলে দিল ভালোবাসার সব মানে
দু'চোখের জায়গায় দু'ট ভালোবাসার প্রতী
কিউপিড একে দেয়া তোমার মেসেজ আমার বুকে
যে ঝর তুলেছিল সেই ঝরের
নামই ভালোবাসা।
মনের বিরুদ্ধে যাত্রা করে
কোন একসময় হারিয়ে গিয়েছিলাম
ভালোবাসার মানে খুঁজতে।
আত্মাশূন্য হৃদয়ে কোন ভাবান্তর
হয়নি দেখেছি যত হাসি কান্না
মায়া মমতা, বিশ্ব শান্তির বার্তা
এমনকি দেশের জন্য যুদ্ধে যাওয়া দেশপ্রেমেও।
যত গল্প নাটক কবিতাই পড়েছি
ভাবালুলতা লেগেছে শুধু সব শব্দে বাক্যে
খব আবেগময়ী অপেরার নায়কের জন্য
নায়িকার আত্মাহুতিতেও কোন ভাবান্তর হয়নি।
শুধু তোমার কাছ থেকে পাওয়া একটা মসেজই
বলে দিল ভালোবাসার সব মানে
দু'চোখের জায়গায় দু'ট ভালোবাসার প্রতী
কিউপিড একে দেয়া তোমার মেসেজ আমার বুকে
যে ঝর তুলেছিল সেই ঝরের
নামই ভালোবাসা।