সামাজিক মস্তিষ্ক/ মিলিত মস্তিষ্ক

একক চেষ্টায় তেমন কিছু করতে পারে না মানুষ। জীবনের বেশিরভাগ কাজই অন্য একজন বা অনেকের উপর নির্ভরশীল। বুদ্ধিমত্তার ক্ষেত্রেও এটা সত্যি। একজনের চিন্তা অনেক বড় কিছু অর্জন করার জন্য যথেষ্ট নয়। এজন্য দরকার একের অধিক ব্যক্তির সম্মিলিত প্রয়াস। একাধিক ব্যক্তির বুদ্ধিমত্তার সংযোগের জন্য দরকার কার্যকরী যোগাযোগের। মানুষের যোগাযোগের একটি সহজাত মাধ্যম তার ভাষা। কথা বলে একজন আর একজনের মধ্যে নিজের চিন্তা-ভাবন ঢুকিয়ে দেয়।  মজার ব্যপার হল, চাইলেও অনেক সময় আপনি এমন চিন্তা দূর করতে পারেন না, যেটা অন্য মানুষ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে।

কবিতা লেখার ব্যর্থ চেষ্টা

জীবনে কখনও কবিতা টাইপ কিছু লেখার চেষ্টা করে নাই, এমন মানুষ খুব কমই আছে আমিও ব্যতিক্রম না মাঝে মাঝে অগোছালো চিন্তাগুলো গদ্যে প্রকাশ করা কঠিন হয়ে যায়, পদ্যই শ্রেয়। এই মনে করে, ২০১৪ সালের বসন্তের কোন একদিনে এইসব আজগুবি জিনিস লিখে ফেললাম। :p

১। প্লিজ তুমি একা থেকো না
--------------------------------------
এই একা মেয়ে তুমি প্রেম করো
যত তাড়াতাড়ি পারো।
জড়িয়ে পরে কোন সম্পর্কের ভিতরে
তলিয়ে যাও তার অতল গভীরে