নিজের মাথাটাকে নিজেরই আর ভাল্লাগে না
আজেবাজে সব চিন্তা-ভাবনা নিয়ে পরে থাকে।
সবকিছুকে যদি একটু থামায় দেওয়া যেত!
ছেড়ে দিতে চাই, কিন্তু পারি না, অশান্তিতেই শান্তি খুঁজি।
মাথা ঠিক থাকে না,
নিজের এই দুরবস্থার কথা ভাবতে ভাবতে।
মাথা ঠিক থাকে না,
মহাকর্ষের বলকে অতিক্রম করতে না পেরে।
আজেবাজে সব চিন্তা-ভাবনা নিয়ে পরে থাকে।
সবকিছুকে যদি একটু থামায় দেওয়া যেত!
ছেড়ে দিতে চাই, কিন্তু পারি না, অশান্তিতেই শান্তি খুঁজি।
মাথা ঠিক থাকে না,
নিজের এই দুরবস্থার কথা ভাবতে ভাবতে।
মাথা ঠিক থাকে না,
মহাকর্ষের বলকে অতিক্রম করতে না পেরে।
অনেক কষ্টে ধরে আছি
সবকিছু কেন এত ভারী!
অনেক কষ্টে ধরে আছি
যত ভার নিতে পারি তার চেয়ে অনেক বেশি।
যা পিছুটান দেয় সেটাকেই টেনে নিয়ে বেড়াচ্ছি
ছেড়ে দিলেই কেবল মুক্তি।
তুমি বল আমার মাথা খারাপ,
কিন্তু আমি নিশ্চিত এখনও অনেকেই আমাকে চায়।
মোটেও এমন না যে আমি ইচ্ছা করে
এলোমেলো চিন্তা করি।
আমি মহাবিশ্বের কেন্দ্র নই
তারপরও আমাকে ঘিরে তুমি ঘুরতেই থাক।
আই এম নট দ্যা সেন্টার অফ দি ইউনিভার্স
বাট ইউ কিপ স্পিনিং এরাউন্ড মি দি সেম
---
লিংকিং পার্কের 'হেভি' গানটি অনুবাদ করার ব্যর্থ চেষ্টা।
সবকিছু কেন এত ভারী!
অনেক কষ্টে ধরে আছি
যত ভার নিতে পারি তার চেয়ে অনেক বেশি।
যা পিছুটান দেয় সেটাকেই টেনে নিয়ে বেড়াচ্ছি
ছেড়ে দিলেই কেবল মুক্তি।
তুমি বল আমার মাথা খারাপ,
কিন্তু আমি নিশ্চিত এখনও অনেকেই আমাকে চায়।
মোটেও এমন না যে আমি ইচ্ছা করে
এলোমেলো চিন্তা করি।
আমি মহাবিশ্বের কেন্দ্র নই
তারপরও আমাকে ঘিরে তুমি ঘুরতেই থাক।
আই এম নট দ্যা সেন্টার অফ দি ইউনিভার্স
বাট ইউ কিপ স্পিনিং এরাউন্ড মি দি সেম
---
লিংকিং পার্কের 'হেভি' গানটি অনুবাদ করার ব্যর্থ চেষ্টা।