কোটা

কোটা থাকতে পারে সুযোগের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে নয়। অর্থাৎ প্রত্যেকটি শিশু যেন সমান সুযোগ পায় বেড়ে ওঠার। কিন্তু সে যদি সুযোগ পেয়েও নিজেকে গড়ে তুলতে না পারে তার দায় রাষ্ট্রের নয়।


রাষ্ট্র শিক্ষার সুযোগ দিয়েছে। ফ্রি বই দিয়েছে। এরপরও যে চাকরির জন্য নিজেকে যোগ্য করতে পারেনি তার জন্য কেন কোটা থাকবে?

আধুনিক বিশ্বে চাকরির ক্ষেত্রে ১% কোটা থাকাও হাস্যকর। কারণ কোটা মানেই যোগ্য লোককে বাদ দিয়ে একজন অপেক্ষাকৃত কম যোগ্য লোককে দিয়ে কাজ করানো। অন্যান্য দেশ যেখানে সবচেয়ে মেধাবী লোককে চাকরিতে নিয়োগ দেয় (প্রয়োজন হলে অন্য দেশ থেকে নিয়ে আসে), সেখানে আমাদের দেশ যদি তা না করে তাহলে দেশ পিছিয়ে পরবে।

ধরেন, আপনার বাসার জন্য আপনি একটি খাট বানাবেন। আপনি কিন্তু চাইবেন যে লোক কাঠমিস্ত্রির কাজে সবচেয়ে ভাল তাকে নিয়োগ দিতে। কোটা ব্যবস্থায় নিশ্চয় নিয়োগ দিবেন না।

কিন্তু দেশের প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আপনি দেখছেন লোকটা কার সন্তান। অমুকের সন্তান হলেই হল। সে কাজে তার যোগ্যতা বা উৎসাহ থাকুক আর না থাকুক।

বাড়ির একটা খাট বানানোর জন্য আমাদের কত যত্ন। কিন্তু দেশের অনেক বড় সিদ্ধান্ত যে নিবে তাকে নিয়োগ দিতে আমাদের কি সেই যত্ন আছে?

লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+