খারাপ খবর, ভাল খবর

আজকে সকালে ইমেইল ইনবক্স খুলে দেখলাম তিনটি ইমেইল এসেছে। একটি অফিসিয়াল আর দুইটির একটি খারাপ খবর আর একটি ভাল খবর।


খারাপ খবরটি হল কিছুদিন আগে লেডি মার্গারেট হল নামক অক্সফোর্ডের একটি কলেজে জুনিয়র ডিন পোস্টে চাকুরীর জন্য আবেদন করেছিলাম। এই পোস্টটি স্নাতোকোত্তর ছাত্র-ছাত্রীদের জন্য। ডিনকে শৃংখলা রক্ষায় সাহায্য করাই এর মূল দায়িত্ব। ইমেইলে জানানো হয়েছে আমার আবেদন সফল হয়নি। অর্থাৎ চাকরিটি আমি পাচ্ছি না।

আর ভাল খবরটি হল একটা ট্রাভেল গ্রান্ট পেয়েছি। এটা একটা আর্থিক পুরষ্কার। 'একশন অন হিয়ারিং লস' নামে একটি প্রতিষ্ঠান কিছু অর্থ দিচ্ছে আগামী বছর ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে অনুষ্ঠিত একটি কনফারেন্সে অংশ নেওয়ার জন্য। আমাদের ল্যাবের আরও দুজন আবেদন করেছিল। তারা আমার থেকে ভাল গবেষক এবং পিএইচডি তৃতীয় বর্ষে আছে। কিন্তু কিভাবে যেন আমি প্রথম বর্ষে থেকেও পেয়ে গেছি। যাই হোক আশা করি সামনের বছর নিজের গবেষণা প্রথম কোন আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপন করব।

লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+