যত দিন যাচ্ছে ( মানে বয়স বাড়ছে) নিজেকে মরা মরা মনে হচ্ছে। অনুভব করার শক্তি কমে যাচ্ছে। তাই বাঁচার জন্য লেখা দরকার।
ফরাসি লেখক Michel Butor বলেছেন, "Every word written is a victory against death."
এজন্য অনেক দিন থেকেই ভাবছি ব্লগে একটা একাউন্ট খুলব। কিন্তু বিভিন্ন কারণে সেটা খোলা হয়ে ওঠে নি। আর এতে মানব সভ্যতার খুব একটা ক্ষতি যে হয়েছে তাও নয়। আমি এরিস্টটল বা সক্রেটিস নই যে আমার একটি কথা মিস হলেই বিরাট ক্ষতি হয়ে যাবে।
শেষপর্যন্ত অবশ্য একাউন্টি খোলা হয়ে গেল। মাঝে মাঝে লেখা-লেখি করব ভাবছি। কিছু দিন থেকেই বুঝতে পারছি লেখা-লেখিতে মন বেশ হালকা হয়ে যায়। বিষয়টা অনেকটা কারও সাথে নিজের কথা শেয়ার করার মত।
আমার মনের কথাটিই বলেছেন আমেরিকান লেখক F. Scott Fitzgerald, "The reason
one writes isn't the fact he wants to say something. He writes because
he has something to say."
যাই হোক দেখা যাক কিছু লেখা আমিও লেখতে পাড়ি কিনা। এখন আনাড়ি লেখক হলেও, ধীরে ধীরে নিজের লেখার মান বাড়বে আশা করি। কারণ আম্মুকে ছোট বেলায় বলতে শুনেছি, "হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে।"
ফরাসি লেখক Michel Butor বলেছেন, "Every word written is a victory against death."
এজন্য অনেক দিন থেকেই ভাবছি ব্লগে একটা একাউন্ট খুলব। কিন্তু বিভিন্ন কারণে সেটা খোলা হয়ে ওঠে নি। আর এতে মানব সভ্যতার খুব একটা ক্ষতি যে হয়েছে তাও নয়। আমি এরিস্টটল বা সক্রেটিস নই যে আমার একটি কথা মিস হলেই বিরাট ক্ষতি হয়ে যাবে।
শেষপর্যন্ত অবশ্য একাউন্টি খোলা হয়ে গেল। মাঝে মাঝে লেখা-লেখি করব ভাবছি। কিছু দিন থেকেই বুঝতে পারছি লেখা-লেখিতে মন বেশ হালকা হয়ে যায়। বিষয়টা অনেকটা কারও সাথে নিজের কথা শেয়ার করার মত।

যাই হোক দেখা যাক কিছু লেখা আমিও লেখতে পাড়ি কিনা। এখন আনাড়ি লেখক হলেও, ধীরে ধীরে নিজের লেখার মান বাড়বে আশা করি। কারণ আম্মুকে ছোট বেলায় বলতে শুনেছি, "হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে।"