ছাড়পোকা নিয়ে অনেকের বেশ কিছু মজ়ার অভিজ্ঞতা চোখে পড়ে অনেক ব্লগে। এটা
মানুষের জ়ীবনের সাথে কত ঘনিষ্টভাবে জড়িত সেটা বোঝা যায় এই ইংরেজী বচন
শুনলে, "good night, sleep tight and don't let the bed bug bite"।
এটি মানুষের অন্যতম বহিঃপরজীবী। বিছানা, তোশক ইত্যাদি যেখানে রাতে ঘুমান হয় সে সব জায়গায় মুলত এরা বসবাস করে এবং ডিম পাড়ে। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে।
গুগল করলে দেখা যায় এটা মানুষের জীবন-যাত্রায় অন্যতম সমস্যা। এই সমস্যা থেকে পুরোপুরি রক্ষা পাওয়াও কঠিন।
আমাদের দেশে হল এবং মেসেই মুলত এই সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য কয়েকটি টিপস এখানে দেয়া হলঃ
১। ম্যাট্রেস, তোশক, বালিশ সব প্লাটিক দিয়ে মুড়িয়ে টেপ দিয়ে সিল করতে হবে। এভাবে এগুলো রাখতে হবে ১৮ মাস।( ছাড়পোকার একবছরে একবার রক্ত খেলেই চলে।) আর এসময়ে সব ডিমও নষ্ট হবে।
২। ১নং প্রক্রিয়ায় অধিকাংশ সমস্যা দূর হলেও পুরোপুরি মিটবে না। তাই ফেনেন্থ্রিন জাতীয় (যেমন ফিনিস পিপড়া ও ছাড়পোকা নিরোধক) কীটনাশক খাটের চিপায় ও অন্যান্য যে সকল জায়গায় ছাড়পোকা ডিম পাড়তে পারে সেখানে প্রয়োগ করতে হবে।
৩। বাসার সকল কাপড় একদিনে গরম পানি দিয়ে ধুতে হবে। কাপড় শুকাতে হট ড্রাইয়ার ব্যবহার করলে ভাল হয়।
.........ইন্টারনেট অবলম্বনে।
এটি মানুষের অন্যতম বহিঃপরজীবী। বিছানা, তোশক ইত্যাদি যেখানে রাতে ঘুমান হয় সে সব জায়গায় মুলত এরা বসবাস করে এবং ডিম পাড়ে। মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে।
গুগল করলে দেখা যায় এটা মানুষের জীবন-যাত্রায় অন্যতম সমস্যা। এই সমস্যা থেকে পুরোপুরি রক্ষা পাওয়াও কঠিন।
আমাদের দেশে হল এবং মেসেই মুলত এই সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য কয়েকটি টিপস এখানে দেয়া হলঃ
১। ম্যাট্রেস, তোশক, বালিশ সব প্লাটিক দিয়ে মুড়িয়ে টেপ দিয়ে সিল করতে হবে। এভাবে এগুলো রাখতে হবে ১৮ মাস।( ছাড়পোকার একবছরে একবার রক্ত খেলেই চলে।) আর এসময়ে সব ডিমও নষ্ট হবে।
২। ১নং প্রক্রিয়ায় অধিকাংশ সমস্যা দূর হলেও পুরোপুরি মিটবে না। তাই ফেনেন্থ্রিন জাতীয় (যেমন ফিনিস পিপড়া ও ছাড়পোকা নিরোধক) কীটনাশক খাটের চিপায় ও অন্যান্য যে সকল জায়গায় ছাড়পোকা ডিম পাড়তে পারে সেখানে প্রয়োগ করতে হবে।
৩। বাসার সকল কাপড় একদিনে গরম পানি দিয়ে ধুতে হবে। কাপড় শুকাতে হট ড্রাইয়ার ব্যবহার করলে ভাল হয়।
.........ইন্টারনেট অবলম্বনে।