ক্রাইস্টচার্চ এক্সচেঞ্জ ডিনার

গত শুক্রবার সন্ধ্যায় এই টার্মের দ্বিতীয় এক্সচেঞ্জ ডিনারটি ছিল। ক্রাইস্টচার্চ কলেজে। এটি সেই কলেজ যে কলেজে হ্যারি পটার মুভির কিছু দৃশ্যের শুটিং হয়েছে। মুভিতে জাদুর স্কুলের যে ডাইনিং হল দেখানো হয় সেটি ক্রাইস্টচার্চ কলেজের ডাইনিং হল। একারণে সেদিন সেই ডাইনিং হলে খাবার খাওয়ার সময় বার বার হ্যারি পটার মুভির কথা মনে হচ্ছিল।
 

বিসিএস অভিজ্ঞতাঃ ভাইভা প্রস্তুতি

এর আগের পোস্টে আমি লিখেছিলাম কিভাবে আমি সম-সাময়িক ইন্টারভিউ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেকে বিসিএস ভাইভার জন্য প্রস্তুত করেছি। এবার বিসিএসের ভাইভার বর্ণণা লিখব।

পিএইচডি ইন্টারভিউ/ বিসিএস ভাইভার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা

২০১৫ সালের সেপ্টেম্বরে বিসিএস লিখিত পরীক্ষা দিয়ে ঐ মাসেই ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করি। এরপর নতুন দেশে নতুন পরিবেশে খাপ খাওয়াতে বেশ ব্যস্ত হয়ে পরি। বেশ পরিশ্রম করছিলাম ঐ সময়টায়।

ভ্যালেন্টাইনস ডে ২০১৭

ভ্যালেন্টাইনস ডে মানে কি ভালোবাসা দিবস?

ভালোবাসা মানে সেটা যেকারও প্রতি ভালোবাসা হতে পারে। কিন্তু পাশ্চাত্য সমাজ হতে আসা ভ্যালেন্টাইনস দিবস কিন্তু শুধু প্রেমিক প্রেমিকাদের জন্যই। বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য আছে ফাদার'স ডে। মায়ের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আছে মাদার'স ডে। বন্ধুদের প্রতি ভালোবাসা দেখানোর আছে ফ্রেন্ডশিপ ডে। তেমনি প্রেমিক-প্রেমিকার প্রতি ভালোবাসা দেখানোর জন্য ভ্যালেন্টাইনস ডে। তাই ভ্যালেন্টাইনস ডে কে অন্য কোন ভালোবাসার সাথে না মিলানোই ভাল।

নিশির মন

আজ নিশির মনটা অনেক ভাল। আম্মু শুভর কথা মেনে নিয়েছে। নির্ভার লাগছে অনেক।

ঠিক চার মাস আগে ও আর শুভ বিয়ে করে ফেলেছে। এর আগে দুই বছরের প্রেম ছিল।

কিন্তু চার মাসের মধ্যেই নিশি সন্তান-সম্ভবা। বিয়ের বিষয়টি আর চেপে রাখা সম্ভব হবে না ভেবেই আম্মুকে জানিয়েছে।

লোভী ডাক্তার?

একটা পাবলিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নে 'লোভী ডাক্তার' বিষয়টি নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেয়া হয়েছে এমনঃ "জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পিছনে ছুটতেন। এক সময় গাড়ি-বাড়ি, ধন-সম্পদ সব কিছুর মালিক হন। তবুও তার চাওয়া পাওয়ার শেষ নেই। অর্থ উপার্জনই তার একমাত্র নেশা। অন্যদিকে তাঁর বন্ধু সগীর সাহেব তাঁর ধন-সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। তিনি মনে করেন, সুন্দরভাবে জীবনযাপনের জন্য বেশি সম্পদের প্রয়োজন নেই।"

ডোপামিন ও সুখের অনুভূতি

একটা কথা আছে, না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময়ই বেশি। কোন কিছুর অপ্রাপ্তি সেই জিনিসের প্রতি চাহিদা বাড়িয়ে দেয়। কিন্তু পেয়ে গেলে চাহিদা কমে যায়। এই রকম জিনিসের সংখ্যা কম নয়। যেমন- মিষ্টি, চকোলেট, টাকা এরকম আরও অনেক উদাহরণ আছে।