ইদানীং লিখতে ইচ্ছা করে খুব। মনের ভিতর নানা চিন্তা ঘুর-ঘুর করে সব সময়।বেশির ভাগ কথাই শেয়ার করি বন্ধুদের সঙ্গে, কিন্তু তার পরও এমন অনেক কথা থেকে যায় যেগুলো কাউকে বলা যায় না, বা সেগুলো বলার জন্য অনেক তুচ্ছ। সেগুলো লিখতে পারলে মনে এক ধরনের শীতলতা অনুভব করা যায়। এ ধরনের ভাবনা থেকেই ব্লগে আসা।
ব্লগের নাম কি দিব, তা নিয়ে অনেক চিন্তা করলাম। ভেবে বের করতে পারছিলাম না কিছুই। হঠাৎ, মাথা থেকে উঁকি দিল এই নামটি। "শুন্য বাক্য"। বাক্য আবার শুন্য হয় কি করে? এটা এমন বাক্য যাতে অনেক কিছুই আছে কিন্তু ভৌত কোন রূপ নেই। ঠিক আমার মনের কথা, চিন্তা-ভাবনা গুলোর মত। তাই এই নামটিই দিলাম।
আজ একটি বিশেষ দিন। আমার জন্য কিনা জানি না, তবে অনেকের কাছেই এই দিনটির চেয়ে সুখকর আর কিছু নেই। "সেন্ট ভ্যালেন্টাই্নস ডে"। ভলোবাসা দিবস। ভালোবাসার মানুষটির জন্য এই দিন অনেকেই তার সবটুকু উজার করে দেয়, আর ভালোবাসার প্রকাশ করে তার কাছে। তাদের মধ্যকার বন্ধনটি হয়ে যায় দৃঢ়। দিনটি পুরোটাই ভালোবাসর মানুষের জন্য। এই ভালোবাসা শুধুমাত্র সেই মানুষটির জন্য, যাকে জীবন সঙ্গী করার চিন্তা চলছে বা ইতোমধ্যেই করা হয়েছে।
এমন একটি দিনে ব্লগ চালু করলাম। আশা করি ভবিষ্যতে ব্লগটি হয়ে উঠবে নিবিড় বন্ধুর মত।