বরফে ঢাকা


ডিসেম্বরের মাসের শুরু থেকেই অক্সফোর্ডে হিম-শীতল ঠান্ডা। বাইরে বের হতে ইচ্ছা করে না। সবসময় একধরনের জড়তা কাজ করে।


আগে মাঝে মাঝে ইউনিভার্সিটি পার্কে দৌড়াতে যেতাম। কিন্তু খুব বেশি ঠান্ডা পরায় সেটাও বাদ দিয়ে দিয়েছি। গতকাল থেকে তুষারপাত শুরু হয়েছে। ইউনিভার্সিটি পার্ক এখন বরফে ঢাকা। সেটারই একটা ছবি দিয়েছি এখানে।

গত কয়েকবছরে এখানে তেমন একটা তুষারপাত হয়নি। তাই এটাই আমার জীবনে দেখা প্রথম তুষারপাত।

গত পরশুর কথা। রাতের বেলা যখন বাসায় ফিরছিলাম। ঝিরিঝিরি বৃষ্টির মত তুষার পরা শুরু হল। আমিও রাস্তায় দাঁড়িয়ে গেলাম। রাস্তায় একজন গিটারে গান বাজাচ্ছিল। খুব রোমান্টিক একটা গান। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষন শুনে বাসায় ফিরে এসেছিলাম। গতকাল সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি সারা শহর বরফে ঢাকা।

লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+