আজকে আমার প্রজেক্টে কাজ করার জন্য মাস্টার্স এর এক ছাত্রী যখন দেখা
করতে এল তখন খুব নস্টালজিক হয়ে গেলাম। এই প্রথম আমার তত্ত্বাবধানে কোন
গবেষণা প্রকল্প হবে।
২০১৫ সালে আমি নিজেই একজন মাস্টার্সের ছাত্র ছিলাম। গবেষণা প্রকল্পে কাজ করার জন্য ঐ বছরের এই সময়ে বিভিন্ন সুপারভাইজারের সাথে দেখা করছিলাম। অনেক উত্তেজিত ছিলাম এই নিয়ে। মোটামোটি সব প্রফেসর ও নতুন সুপারভাইজারদের সাথে দেখা করেছি। আর এখন তাদের জায়গায় আমি।
ভাবতেই অবাক লাগে দুই বছর আগে নিউরোসায়েন্স সম্পর্কে অজ্ঞ একটি ছেলে এখন নিউরোসায়েন্স গবেষণার কনসেপ্ট নিজে নিজে দাড়া করাচ্ছে।
২০১৫ সালে আমি নিজেই একজন মাস্টার্সের ছাত্র ছিলাম। গবেষণা প্রকল্পে কাজ করার জন্য ঐ বছরের এই সময়ে বিভিন্ন সুপারভাইজারের সাথে দেখা করছিলাম। অনেক উত্তেজিত ছিলাম এই নিয়ে। মোটামোটি সব প্রফেসর ও নতুন সুপারভাইজারদের সাথে দেখা করেছি। আর এখন তাদের জায়গায় আমি।
ভাবতেই অবাক লাগে দুই বছর আগে নিউরোসায়েন্স সম্পর্কে অজ্ঞ একটি ছেলে এখন নিউরোসায়েন্স গবেষণার কনসেপ্ট নিজে নিজে দাড়া করাচ্ছে।
মঞ্জিলুর রহমান
কিবল কলেজ, অক্সফোর্ড
কিবল কলেজ, অক্সফোর্ড