একটা জাতির উন্নতি হয় তার সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যখন দারুণ কিছু করা শুরু করে তখনই সমাজের বা জাতির উন্নতি হয়। কিন্তু সাধারণ মানুষ তখনই ভাল কিছু করতে পারে যখন সেই ভাল কিছু করার সহায়ক পরিবেশ থাকে।
তবে যারা অসাধারণ মানুষ তাদের জন্য সহায়ক পরিবেশের প্রয়োজন হয় না। তারা যেকোন চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে পারে। তাদেরকে আমরা দৈনন্দিন জীবনে নায়ক হতে দেখি। আমাদের সমাজেও এমন অনেক নায়ক আছে। কিন্তু নায়কদের কারণে কখনও একটা সমাজের উন্নতি হয়না। কারণ একটা সমাজের বেশিরভাগ মানুষের পক্ষে নায়ক হওয়া সম্ভব নয়।
তাই কোন জাতি উন্নতির একমাত্র উপায় হল সাধারণ মানুষের জন্য এমন পরিবেশ সৃষ্টি করা যেখানে তাদের পক্ষে অসাধারণ কাজ করা সম্ভব। অসাধারণ মানুষ কিছু করবে সেই অপেক্ষায় থাকলে কোন দিনই কিছু হবে না। উন্নতি তখনই হবে যখন প্রত্যেক গড়পড়তা মানুষ দেশপ্রেমে উজ্জিবীত হয়ে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা শুরু করবে।
--------------
কথার মূলভাব নিউরোসায়েন্সের প্রবক্তাদের মধ্যে অন্যতম সান্তিয়াগো রামন ই কাহাল এর উক্তি থেকে নেওয়া।