ফ্যালকন হেভি

আজকের দিনের একটা খবর নিয়ে আমি বেশ উত্তেজিত। পৃথিবীর সবচেয়ে বড় রকেটটি আজ সন্ধ্যায় (যুক্তরাজ্যের সময়, বাংলাদেশ সময় রাত ১২ঃ৩০) উৎক্ষেপণ করা হবে।
আধুনিক রকেটের ইতিহাসে এটা অনেক বড় একটা পদক্ষেপ। এই রকেটটি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিখ্যাত ধনকুবের উদ্যোক্তা এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। রকেটের নাম ফ্যালকন হেভি। তিনটি ফ্যালকন নাইন রকেট জোড়া দিয়ে এই রকেটটি বানানো হয়েছে।

ফ্যালকন হেভি বর্তমানে বিদ্যমান সবচেয়ে বড় রকেটের চেয়ে দ্বিগুণ ওজন বহন করতে পারবে।
এর আগে এপোলো ১১ যে স্যাটার্ন রকেটে করে চাঁদে গিয়েছিল সেটা ফ্যালকন হেভি এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন হলেও ১৯৭৩ সালের পরে আর সেটা তৈরি করা হয়নি।

ফ্যালকন হেভি রকেটের উৎক্ষেপণ দেখতে ফ্লোরিডার ঐ এলাকার আসেপাশে অনেক লোক ভীড় করছে। সব হোটেল আর বাসা নাকি ভাড়া হয়ে গেছে এর মধ্যেই। আসলেই উত্তেজনার বিষয়।



লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+