অক্সফোর্ডে বাংলাদেশি রেস্টুরেন্ট

ছোট শহর অক্সফোর্ডে বাঙালি পরিবারের সংখ্যা খুবই কম। অবশ্য লন্ডনে বেশ বড় সংখ্যাক বাঙালি বসবাস করে। তাদের বেশিরভাগই বাংলাদেশের সিলেট অঞ্চলের লোক। সাধারণত তারা সিলেটি এবং ইংরেজী ভাষায় কথা বলে। শুদ্ধ বাংলা অনেকের শেখা হয়ে ওঠে না। তবে অক্সফোর্ডের অবস্থাটা ভিন্ন। শিক্ষাকেন্দ্রিক শহর হওয়ায় এখানে ব্যবসা নির্ভর বাঙালিরা বসবাসের জন্য এই শহরকে তেমন একটা বেছে নেয়নি। গুটিকয়েক বাঙালি পরিবার যারা আছে তাদের পেশা বিভিন্ন। তবে কয়েকটি ব্যবসায়ী বাঙালি পরিবারও এখানে আছে।

আপন শহর

অক্সফোর্ড এখন অনেকটা নিজের শহরের মত হয়ে গেছে। যখন বাংলাদেশ ছেড়ে চলে আসি, মনে হতে থাকে বিদেশে যাচ্ছি। লন্ডনে পৌছার পর মনে হয় বিদেশে আছি। কিন্তু অক্সফোর্ডে আসার পর আর সেটা মনে হয়না। অক্সফোর্ডে পৌঁছার পরই মনে হয় এই তো সেই চিরচেনা শহর।