আপন জন

নিজের করে বলার মত কেউ থাকেনা
যখন পাশে, শুণ্য হয়ে যায় চারিপাশ
তখনই ভর করে রাজ্যের একাকীত্ব।
আপজনের অভাব প্রাণের অভাবের মত।

দিনরাত যায় পরিচিতি বাড়ে
পরিচিত মানুষের সংখ্যা যায় বেড়ে।
কিন্তু এত লোকের মাঝে এত ভীড়েও
যতই খুঁজে ফিরি কোথায় আপনজন?

হাহাকার আর শূন্যতায় নিষ্প্রাণ নির্জীব
প্রাণী এক ক্ষুধার্ত, তৃষ্ণার্ত সঙ্গের জন্য।
কখনও সে অনুভব করতে পারেনি
শুধু প্রয়োজন একমাত্র আপনজন।



লেখাটি শেয়ার করুন

Share on FacebookTweet on TwitterPlus on Google+