গাই ফক্স দিবস

সন্ধ্যায় খেতে বসছি, এমন সময় বাইরে থেকে পটকা ফুটানোর শব্দ পাওয়া গেল। ভাবলাম ইংল্যান্ডেও মানুষ পটকা ফুটায়! পরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারলাম পটকা না, আতশবাজি চলছে।

ব্যাপার কি, বুঝতে পারছিলাম না। এই সময় এক হাউজমেটও আসল চা বানাতে। তার কাছ থেকে যা জানা গেল তার সার-সংক্ষেপ এইঃ আজকে ৫ নভেম্বর। অনেক আগে এই একই দিনে রাজাকে হত্যার চেষ্টা করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়। এই উপলক্ষেই ব্রিটিশরা উল্লাস উৎযাপন করে। সেই কারণেই আতশবাজি। অনেক মানুষ নাকি আবার খোলা মাঠে একত্রিত হয়ে এই আতশবাজি দেখে যদিও বাসা থেকেই তা দেখা যায়। যাওয়ার সময় তাই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত, ইংল্যাং একটা অদ্ভুত দেশ তাই না?