বৃদ্ধের অতীত

আজকাল অবসর সময়ে চিন্তায় ডুব দেই
চিন্তার অতল সাগরে হারিয়ে যাই প্রায়ই।
অতীত নিয়ে ভাবি, কেমন ছিলাম আগে
আর এখন কেমন হয়ে গেছি, কেমন হতে হত।
সেরকম হয়নি বলে আফসোসও হয়,
নিজের উপর নিজেই নিস্পৃহ অনুভব করি।

আপন জন

নিজের করে বলার মত কেউ থাকেনা
যখন পাশে, শুণ্য হয়ে যায় চারিপাশ
তখনই ভর করে রাজ্যের একাকীত্ব।
আপজনের অভাব প্রাণের অভাবের মত।

ভালোবাসার মানে

শত পথ প্রান্তর পাড়ি দিয়ে
মনের বিরুদ্ধে যাত্রা করে
কোন একসময় হারিয়ে গিয়েছিলাম
ভালোবাসার মানে খুঁজতে।

গাই ফক্স দিবস

সন্ধ্যায় খেতে বসছি, এমন সময় বাইরে থেকে পটকা ফুটানোর শব্দ পাওয়া গেল। ভাবলাম ইংল্যান্ডেও মানুষ পটকা ফুটায়! পরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারলাম পটকা না, আতশবাজি চলছে।

ব্যাপার কি, বুঝতে পারছিলাম না। এই সময় এক হাউজমেটও আসল চা বানাতে। তার কাছ থেকে যা জানা গেল তার সার-সংক্ষেপ এইঃ আজকে ৫ নভেম্বর। অনেক আগে এই একই দিনে রাজাকে হত্যার চেষ্টা করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়। এই উপলক্ষেই ব্রিটিশরা উল্লাস উৎযাপন করে। সেই কারণেই আতশবাজি। অনেক মানুষ নাকি আবার খোলা মাঠে একত্রিত হয়ে এই আতশবাজি দেখে যদিও বাসা থেকেই তা দেখা যায়। যাওয়ার সময় তাই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত, ইংল্যাং একটা অদ্ভুত দেশ তাই না?